হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন সুবিধা আসছে

হোয়াটসঅ্যাপসংগৃহীত

ইচ্ছা না থাকলেও বন্ধু বা সহকর্মীদের অনুরোধে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হতে হয়। গ্রুপগুলোতে যোগ দিলেও বিভিন্ন বিষয়ে সদস্যদের সঙ্গে মতের অমিল হয় অনেকের। গ্রুপ থেকে বের হওয়ার চিন্তা করলেও সম্পর্ক নষ্টের ভয়ে তা আর করা হয়ে ওঠে না। কারণ, কোনো সদস্য গ্রুপ থেকে বের হলেই অন্য সদস্যদের কাছে বার্তা পাঠিয়ে তা জানান দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। ফলে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সমস্যা সমাধানে এবার গোপনে গ্রুপ থেকে বের হওয়ার সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ জন্য কাজও শুরু করেছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি।

নতুন এ সুবিধা চালু হলে কেউ গ্রুপ থেকে বের হয়ে গেলেও অন্য সদস্যদের কাছে বার্তা পাঠাবে না হোয়াটসঅ্যাপ। ফলে কোনো সদস্য গ্রুপ ত্যাগ করলে সে তথ্য অন্য সদস্যদের কাছে গোপন থাকবে। সদস্যদের কাছে তথ্য গোপন করলেও গ্রুপের প্রশাসকদের কাছে বার্তা পাঠাবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফলে তাঁরা বর্তমানের মতোই সদস্যদের গ্রুপ ত্যাগের তথ্য জানতে পারবেন।

প্রাথমিকভাবে ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম চলা ডিভাইসেও এ সুবিধা মিলবে। গোপনে গ্রুপ ত্যাগের সুবিধা চালুর বিষয়টি স্বীকার করলেও কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি