আলোর কণাতত্ত্ব প্রদান করেন আইজ্যাক নিউটন: প দা র্থ বি জ্ঞা ন
২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৫

বহুনির্বাচনি প্রশ্ন অংশ-১২
প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৩
১. আলো শূন্যস্থানে কত বেগে চলে?
ক. 3106ms-1 খ. 3107ms-1
গ. 3108ms-1 ঘ. 3109ms-1
উত্তর: গ. 3108ms-1
২. কে আলোর কণাতত্ত্ব প্রদান করেন?
ক. আল হ্যাজেন খ. আইজ্যাক নিউটন
গ. গ্যালিলিও ঘ. রামফোর্ড
উত্তর: খ. আইজ্যাক নিউটন
৩. আলোর তত্ত্ব কয়টি?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
উত্তর: ঘ. চারটি
৪. আলোর কণাতত্ত্বের সাহায্যে কোন ঘটনা ব্যাখ্যা করা যায় না?
ক. বিচ্ছুরণ খ. গতি গ. প্রতিফলন ঘ. প্রতিসরণ
উত্তর: ক. বিচ্ছুরণ
৫. আলোর তরঙ্গতত্ত্ব সর্বপ্রথম কে প্রদান করেন?
ক. নিউটন খ. হাইগেন গ. ম্যাক্সওয়েল খ. প্ল্যাঙ্ক
উত্তর: খ. হাইগেন
৬. টেলিভিশনে ব্যবহূত মাইক্রোওয়েভ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কত সেমি.?
ক. 0.3cm খ. 3cm গ. 30cm ঘ. 50cm
উত্তর: খ. 3cm
৭. আলোর তাড়িত চৌম্বক তত্ত্বের প্রথম অবতারণা করেন কে?
ক. হাইগেন খ. ম্যাক্স প্ল্যাঙ্ক
গ. ম্যাক্সওয়েল ঘ. আইনস্টাইন
উত্তর: গ. ম্যাক্সওয়েল
৮. ফটো তড়িৎ প্রক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়?
ক. তাড়িত চৌম্বকতত্ত্ব খ. কোয়ান্টামতত্ত্ব
গ. কণাতত্ত্ব ঘ. তরঙ্গতত্ত্ব
উত্তর: খ. কোয়ান্টামতত্ত্ব
৯. দীপন ক্ষমতা কোন প্রকার রাশি?
ক. লব্ধ খ. মৌলিক গ. মিশ্রণ ঘ. যৌগিক
উত্তর: খ. মৌলিক
১০. কোনো দীপ্তিমান বস্তু থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলোক শক্তি নির্গত হয় তাকে কী বলে?
ক. দীপন ক্ষমতা খ. লুমেন গ. দীপন তীব্রতা ঘ. আলোক ফ্লাক্স
উত্তর: ঘ. আলোক ফ্লাক্স
১১. আলোক ফ্লাক্স পরিমাপের একক কোনটি?
ক. লুমেন খ. ক্যান্ডেলা গ. লাক্স ঘ. ভোল্ট
উত্তর: ক. লুমেন।
১২. সর্বপ্রথম কে কোয়ান্টামতত্ত্ব প্রদান করেন?
ক. নিউটন খ. হাইগেন গ. ম্যাক্স প্ল্যাঙ্ক ঘ. ম্যাক্সওয়েল
উত্তর: গ. ম্যাক্স প্ল্যাঙ্ক
১৩. সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ কোন রশ্মির?
ক. রঞ্জন রশ্মি খ. গামা রশ্মি
গ. অবলোহিত রশ্মি ঘ. অতিবেগুনি রশ্মি
উত্তর: খ. গামা রশ্মি
১৪. কোন রশ্মিটি প্রাণিদেহের জন্য বিপজ্জনক?
ক. অলক রশ্মি খ.বিটা রশ্মি
গ. গামা রশ্মি ঘ. U-V-রশ্মি
উত্তর: গ. গামা রশ্মি
১৫. দীপন তীব্রতা পরিমাপের একক কী?
ক. নিউটন খ. জুল গ. লুমেন ঘ. লাক্স
উত্তর: ঘ. লাক্স
১৬. কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
ক. বেগুনি খ. সবুজ গ. লাল ঘ. কমলা
উত্তর: গ. লাল
১৭. দৃশ্যমান আলোর মধ্যে কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
ক. বেগুনি খ. লাল খ. কমলা ঘ. হলুদ
উত্তর: ক. বেগুনি
১৮. বৈদ্যুতিক চুলা থেকে যে তাপ বিকীর্ণ হয় তাকে কী বলে?
ক. অবলোহিত রশ্মি খ. অতিবেগুনি রশ্মি
গ. গামা রশ্মি ঘ. রঞ্জন রশ্মি
উত্তর: ক. অবলোহিত রশ্মি
১৯. সূর্য থেকে যে বিকীর্ণ তাপ আসে তা কোন রশ্মি?
ক. অতিবেগুনি রশ্মি খ. অবলোহিত রশ্মি
গ. গামা রশ্মি ঘ. এক্স রশ্মি
উত্তর: খ. অবলোহিত রশ্মি
২০. বেতার তরঙ্গের দৈর্ঘ্য কত পর্যন্ত হতে পারে?
ক. 104m খ. 103m গ. 102m ঘ. 10m
উত্তর: ক. 104m
২১. দৃশ্যমান আলোর কম্পাঙ্ক কত?
ক. 1024Hz খ. 10-14Hz গ. 105Hz ঘ. 1014Hz
উত্তর: ঘ. 1014Hz.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল