গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্রে অবতল লেন্স ব্যবহূত হয়: প দা র্থ বি জ্ঞা ন
২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৮

বহুনির্বাচনি প্রশ্ন অংশ-১৫
প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৬
৪. লেন্সের বক্রতার কেন্দ্র কয়টি?
ক. একটি খ. তিনটি গ. দুটি ঘ. চারটি। উত্তর: গ. দুটি
৫. উত্তল লেন্সের আলোকে কেন্দ্র কয়টি?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি। উত্তর: ক. একটি
৬. লেন্সের কোন বিন্দু দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর সোজাসুজি চলে যায়?
ক. ফোকাস বিন্দু খ. আলোক কেন্দ্র
গ. বক্রতার কেন্দ্র ঘ. প্রাপ্ত বিন্দু
উত্তর: খ. আলোক কেন্দ্র
৭. লেন্সের প্রধান ফোকাস কয়টি?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি। উত্তর: খ. দুটি
৮. লেন্সে আলোর কী ঘটে থাকে?
ক. প্রতিসরণ খ. অপবর্তন গ. প্রতিফলন ঘ. সবগুলোই
উত্তর: ক. প্রতিসরণ
৯. লেন্সের মধ্য দিয়ে রশ্মি গমন করলে কতবার প্রতিসরিত হয়?
ক. তিনবার খ. দুবার গ. একবার ঘ. কয়েকবার
উত্তর: খ. দুবার
১০. কোনটিতে সদ বিম্ব গঠিত হয়?
ক. সমতল দর্পণ খ. উত্তল দর্পণ
গ. অবতল লেন্স ঘ. উত্তল লেন্স।
উত্তর: ঘ. উত্তল লেন্স
১১. অবতল লেন্স সর্বদা কীরূপ প্রতিবিম্ব গঠন করে?
ক. অসদ, উল্টো, খর্বিত খ. সদ, উল্টো, খর্বিত
গ. অসদ, সোজা, খর্বিত ঘ. অসদ, সোজা, বিবর্ধিত
উত্তর: গ. অসদ, সোজা, খর্বিত
১২. অবতল লেন্সে গঠিত প্রতিবিম্ব কীরূপ হবে?
ক. সোজা এবং ছোট খ. সোজা এবং বড়
গ. উল্টো এবং ছোট ঘ. উল্টো এবং বড়
উত্তর: ক. সোজা এবং ছোট
১৩. উত্তল লেন্সে লক্ষ্যবস্তুত 2f দূরত্বে থাকলে বিম্বের আকৃতি কেমন হবে?
ক. অত্যন্ত খর্বিত খ. লক্ষ্যবস্তুর সমান গ. বিবর্ধিত ঘ. খর্বিত
উত্তর: খ. লক্ষ্যবস্তুর সমান
১৪. উত্তল লেন্সে লক্ষ্যবস্তু f দূরত্বে থাকলে বিম্বের আকৃতি কেমন হবে?
ক. অত্যন্ত খর্বিত খ. সমান গ. খর্বিত ঘ. অত্যন্ত বিবর্ধিত
উত্তর: ঘ. অত্যন্ত বিবর্ধিত
১৫. উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তু আলোককেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত হলে বিম্বের প্রকৃতি কেমন হবে?
ক. অসদ ও সোজা খ. সদ ও সোজা
গ. অসদ ও উল্টো ঘ. সদ ও উল্টো
উত্তর: ক. অসদ ও সোজা
১৬. উত্তল লেন্সে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে লক্ষ্যবস্তুর সমান আকারের বিম্ব পাওয়া যাবে?
ক. প্রধান পোকাস খ. প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে
গ. ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে ঘ. আলোক কেন্দ্রে
উত্তর: গ. ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে
১৭. উত্তল বা অবতল লেন্সের ক্ষমতা তার ফোকাস দূরত্বের—
ক. সমান খ. সমানুপাতিক গ. ব্যস্তানুপাতিক ঘ. দ্বিগুণ
উত্তর: গ. ব্যস্তানুপাতিক
১৮. দূরবীক্ষণ যন্ত্রে নিচের কোনটি ব্যবহূত হয়?
ক. উত্তল লেন্স খ. উত্তল দর্পণ গ. অবতল দর্পণ ঘ. দর্পণ
উত্তর: ক. উত্তল লেন্স
১৯. গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্রে কোনটি ব্যবহূত হয়?
ক. উত্তল লেন্স খ. অবতল লেন্স
গ. উত্তল দর্পণ ঘ. অবতল দর্পণ
উত্তর: খ. অবতল লেন্স
২০. নিচের কোনটিতে লেন্স ব্যবহূত হয় না?
ক. অণুবীক্ষণ যন্ত্র খ. দুরবিন যন্ত্র গ. পেরিস্কোপ ঘ. চশমা
উত্তর: গ. পেরিস্কোপ।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল