বায়োগ্যাসে প্রধানত মিথেন গ্যাস থাকে: প দা র্থ বি জ্ঞা ন
২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩৫

বহুনির্বাচনি প্রশ্ন অংশ-২২ (শেষ)
প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২৫
৪. প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ শতকরা কতো?
ক. ৬০ থেকে ৯৫ পর্যন্ত খ. ৫৫ থেকে ৭০ পর্যন্ত
গ. ৪৫ থেকে ৬০ পর্যন্ত গ. ৭৫ থেকে ৮৫ পর্যন্ত
উত্তর: ক. ৬০ থেকে ৯৫ পর্যন্ত
৫. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
ক. প্রাকৃতিক গ্যাস খ. বায়োগ্যাস গ. কয়লা ঘ. পেট্রোলিয়াম
উত্তর: খ. বায়োগ্যাস
৬. কখন মানবকল্যাণে প্রথম পারমাণবিক শক্তির ব্যবহার শুরু হয়?
ক. ১৯৪৫ খ. ১৯৫৪ গ. ১৯৪৭ ঘ. ১৯৫৬ সালে
উত্তর: খ. ১৯৫৪
৭. শুকনো গোবর জ্বালানি হিসেবে ব্যবহার করলে কী পরিমাণ তাপশক্তি অপচয় হয়?
ক. ৩০% খ. ৭৫% গ. ৮৫% ঘ. ৯০%
উত্তর: গ. ৮৫%,
৮. যে বিক্রিয়ার সাহায্যে প্রাণীর গোবর, গাছপালার পচা অংশ বয়োগ্যাসে রূপান্তরিত করা হয়, তা হলো—
ক. জারণ খ. চেইন বিক্রিয়া গ. শুষ্ককরণ ঘ. গাজন
উত্তর: ঘ. গাজন
৯. বায়োগ্যাসে প্রধানত কী থাকে?
ক. ইথেন খ. মিথেন গ. হাইড্রোজেন ঘ. অক্সিজেন
উত্তর: খ. মিথেন
১০. বায়োগ্যাস প্লান্টে পানি ও গোবরের অনুপাত কত হতে হবে?
ক. ২: ১ খ. ১: ২ গ. ১: ১ ঘ. ৩: ১
উত্তর: ক. ২: ১
১১. ফিশন প্রক্রিয়ায় পরমাণু ভাঙার জন্য কী ব্যবহার করা হয়?
ক. ইলেকক্ট্রন খ. প্রোটন গ. নিউট্রন ঘ. জেনারেটর
উত্তর: গ. নিউট্রন
১২. ফিশন প্রক্রিয়ায় কোনটি পাওয়া যায় না?
ক. নিউট্রন খ. শক্তি গ. ক্ষুদ্রতর পরমাণু ঘ. বৃহত্তর পরমাণু
উত্তর: ঘ. বৃহত্তর পরমাণু
১৩. নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?
ক. ফিউশন খ. ফিশন গ. মেসন ঘ. ফিউশন ও মেসন
উত্তর: খ. ফিশন
১৪. উন্নত দেশগুলোতে কোন ধরনের শক্তি থেকে তড়িৎ উৎপাদন বেড়ে চলেছে?
ক. পানিশক্তি খ. পারমাণবিক শক্তি গ. সৌরশক্তি ঘ. বায়ুশক্তি
উত্তর: খ. পারমাণবিক শক্তি
১৫. সূর্য থেকে ছড়িয়ে পড়া শক্তির কত অংশ পৃথিবীতে পৌঁছায়?
ক. ২০ কোটি ভাগের এক ভাগ
খ. ২০০ কোটি ভাগের এক ভাগ
গ. ২৫০ কোটি ভাগের এক ভাগ
ঘ. ০.২ কোটি ভাগের এক ভাগ
উত্তর: গ. ২৫০ কোটি ভাগের এক ভাগ
১৬. পারমাণবিক চুল্লিতে নিউট্রনকে শোষণ করার জন্য কী ব্যবহূত হয়?
ক. নিকেল দণ্ড খ. কার্বন দণ্ড
গ. ক্যাডমিয়াম দণ্ড ঘ. প্লাটিনাম দণ্ড
উত্তর: গ. ক্যাডমিয়াম দণ্ড।
১৭. জীব তাদের প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে কোথা থেকে?
ক. খাদ্য খ. সূর্য গ. পানি ঘ. বিদ্যুৎ
উত্তর: ক. খাদ্য
১৮. পেট্রোলিয়াম শব্দটি কোন ভাষার?
ক. ইংরেজি খ. ল্যাটিন গ. ইতালিয়ান ঘ. উর্দু
উত্তর: খ. ল্যাটিন
১৯. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
ক. হাইড্রোজেন খ. অক্সিজেন গ. নাইট্রোজেন ঘ. মিথেন
উত্তর: ঘ. মিথেন
২০. ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করলে কিসের খরচ বেশি হয়?
ক. বিদ্যুৎ খ. যন্ত্রপাতির গ. জ্বালানির ঘ. শক্তির
উত্তর: ক. বিদ্যুৎ
২১. জীবনের ভিত্তি কী?
ক. বিদ্যুৎ খ. শক্তি গ. জ্বালানি ঘ. খাদ্য
উত্তর: খ. শক্তি
২২. পারমাণবিক চুল্লিতে কি ব্যবহার করা হয়?
ক. ইউরেনিয়াম খ. প্রোটেনিয়াম
গ. অক্সিজেন ঘ. ক্যাডনিয়াম
উত্তর: ক. ইউরেনিয়াম।
২৩. পৃথিবীর সবচেয়ে বেশি শক্তি ব্যবহারকারী দেশ কোনটি?
ক. বাংলাদেশ খ. ভারত গ. চীন ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর: ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র।
শিক্ষক