সব ধাতুর নাইট্রেট লবণ পানিতে দ্রবণীয়: র সা য় ন
২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৯

বহুনির্বাচনি প্রশ্ন অংশ-১৪
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-১৪
১. কোনটি বহুরূপী মৌল?
ক. কার্বন খ. হিলিয়াম গ. হাইড্রোজেন ঘ. অ্যালুমিনিয়াম
উত্তর: ক. কার্বন
২. কোনটি কার্বনের রূপভেদ নয়?
ক. কার্বাইড খ. ভুসা গ. হীরক ঘ. গ্রাফাইট
উত্তর: ক. কার্বাইড
৩. কোকাকোলা, পেপসিকোলা প্রভৃতি বোতলের মুখ খুললে কোন গ্যাসের বুদ্বুদ তৈরি হয়?
ক. CO2 খ. NO2 গ. SO2 ঘ. H2
উত্তর: ক. CO2
৪. কোন গ্যাস অগ্নিনির্বাপক হিসেবে ব্যবহূত হয়?
ক. CO খ. CO2 গ. H2 ঘ. O2
উত্তর: খ. CO2
৫. কোন যৌগটি বিষাক্ত?
ক. কার্বন ডাই-অক্সাইড খ. সিলিকন ডাই-অক্সাইড
গ. অ্যামোনিয়া ঘ. কার্বন মনোক্সাইড
উত্তর: ঘ. কার্বন মনোক্সাইড
৬. নাট্যমঞ্চে ধোঁয়া তৈরিতে কোনটি ব্যবহূত হয়?
ক. CO2 খ. NO2 গ. SO2 ঘ. NH3
উত্তর: ক. CO2
৭. ব্যুরেট ও পিপেট তৈরিতে কোনটি ব্যবহূত হয়?
ক. লেড অক্সাইড খ. ক্রোমিয়াম অক্সাইড
গ. বোরন অক্সাইড ঘ. পটাশিয়াম অক্সাইড
উত্তর: গ. বোরন অক্সাইড
৮. কোন গ্যাসের বর্ণ বাদামি?
ক. CO2 খ. CO গ. NO ঘ. NO2
উত্তর: ঘ. NO2
৯. সব ধাতুর কোন লবণ পানিতে দ্রবণীয়?
ক. কার্বনেট খ. নাইট্রেট গ. ফসফেট ঘ. সালফেট
উত্তর: খ. নাইট্রেট
১০. বলয় পরীক্ষার সাহায্যে নিচের কোন আয়নের উপস্থিতি নিশ্চিতভাবে প্রমাণিত হয়?
ক. NO3- খ. SO42 গ. CO32- ঘ. S2-
উত্তর: ক. NO3-
১১. ইঁদুর মারার বিষ তৈরিতে কোনটি ব্যবহূত হয়?
ক. S খ. P গ. N ঘ. SO2
উত্তর: খ. P
১২. বাতাসে আয়তন হিসেবে অক্সিজেনের পরিমাণ কত?
ক. 78% খ. 23% গ. 21% ঘ. 49.2%
উত্তর: গ. 21%
১৩. কোন লবণে এসিড যোগ করলে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস বের হয়?
ক. সালফেট খ. সালফাইড গ. ক্লোরাইড ঘ. নাইট্রেট
উত্তর: খ. সালফাইড
১৪. বাতাসে আয়তন হিসেবে অক্সিজেনের পরিমাণ কত?
ক. ২৫% খ. ২৮% গ. ২৯% ঘ. ৭৮%
উত্তর: ঘ. ৭৮%।
অধ্যায়-১৫
১। ‘প্রাণশক্তি’ মতবাদের প্রবক্তা কে?
ক. উইলিয়ামস হার্ভে খ. ভোল্টা গ. নিউটন ঘ. বার্জেলিয়াস
উত্তর: ঘ. বার্জেলিয়াস
২। অ্যারোমেটিক যৌগ কোনটি?
ক. বিউটেন খ. অ্যালকোহল গ. ন্যাপথেলিন ঘ. ফ্যাটি অ্যাসিড
উত্তর: গ. ন্যাপথেলিন
৩। অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত কোনটি?
ক. CnH2n+2 খ. CnH2n গ. CnH2n-2 ঘ. CnHn+2
উত্তর: ক. CnH2n+2
৪। রান্নার জন্য সিলিন্ডারে যে গ্যাস বিক্রি করা হয় তা হচ্ছে—।
ক. পেট্রোল খ. কেরোসিন গ. মিথেন ঘ. বিউটেন
উত্তর: ঘ. বিউটেন
৫। মিথেন (CH4)-এর গলনাঙ্ক কতো?
ক. -183হ্নC খ. -383হ্নC গ. -283হ্নC ঘ. -1013হ্নC
উত্তর: ক. -183হ্নC
৬। মিথেনের স্ফুটনাঙ্ক কত?
ক. -183হ্নC খ. -162হ্নC গ. 100হ্নC ঘ. 162হ্নC
উত্তর: খ. -162হ্নC.
শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল