৩৭৩ টাকায় স্ন্যাপচ্যাট প্লাস

‘স্ন্যাপচ্যাট প্লাস’ নামের নতুন ‘পেইড সাবস্ক্রিপশন’ সেবা চালু করেছে স্ন্যাপচ্যাট। সেবাটি কাজে লাগিয়ে বার্তা পাঠানোর অ্যাপটির বিভিন্ন সুবিধা উন্মুক্ত হওয়ার আগেই পরখ করার সুযোগ মিলবে। তবে মুফতে নয়, সেবাটি ব্যবহারের জন্য প্রতি মাসে গুনতে হবে ৩.৯৯ ডলার (প্রায় ৩৭৩ টাকা)। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব এবং সংযুক্ত আরব–আমিরাতে ব্যবহার করা যাবে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই অন্যান্য দেশেও এ সুবিধা মিলবে। সূত্র: দ্য ভার্জ