
প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৬
সঠিক উত্তর অংশ-১৬
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।
অবাক জলপান
১৪. বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে সুকুমার রায়ের সম্পর্ক কোনটি?
ক. পিতা-পুত্র খ. গুরু-শিষ্য গ. ছাত্র-শিক্ষক ঘ. মালিক-শ্রমিক
উত্তর: ক. পিতা-পুত্র।
১৫. কে বলেন, ‘এখন জলপাইয়ের সময় নয়’?
ক. বৃদ্ধ খ. ট্যাপা গ. মামা ঘ. ঝুড়িওয়ালা
উত্তর: ঘ. ঝুড়িওয়ালা।
১৬. ‘কাঁচা আম চান তো দিতে পারি’—এ কথা কে বলেছিল?
ক. ঝুড়িওয়ালা খ. প্রথম বৃদ্ধ গ. খোকা ঘ. দ্বিতীয় বৃদ্ধ
উত্তর: ক. ঝুড়িওয়ালা।
১৭. ‘ঘাট হয়েছে মশাই।’— এখানে মশাই কে?
ক. পথিক খ. খোকা গ. ঝুড়িওয়ালা ঘ. মামা
উত্তর: গ. ঝুড়িওয়ালা।
১৮. এখন জলপাইয়ের সময় নয়, কিন্তু কিসের সময়?
ক. আমড়ার খ. কাঁচা আমের গ. পাকা আমের ঘ. পেঁপের
উত্তর: খ. কাঁচা আমের।
১৯. ‘অবাক জলপান’— নাটিকার চরিত্র বিজ্ঞানী মামার ভাগিনার নাম কী?
ক. রাহুল খ. গোপাল গ. ট্যাপা ঘ. টুটুল। উত্তর: গ. ট্যাপা।
২০. বেশি চেঁচাতে গেলে গেরস্ত বাড়ির লোকেরা লাঠি নিয়ে তেড়ে আসবে কেন?
ক. দুপুরের ঘুম নষ্ট করার কারণে খ. পাওনা টাকার জন্য
গ. একা একা চেঁচানোর জন্য ঘ. দই না নিয়ে আসার জন্য
উত্তর: ক. দুপুরের ঘুম নষ্ট করার কারণে।
২১. প্রথম বৃদ্ধ পথিককে কী নাম ধরে ডাকে?
ক. রহিম খ. করিম গ. জব্বার ঘ. গোপাল। উত্তর: ঘ. গোপাল।
২২. প্রথম বৃদ্ধ পথিককে কোন জল খেয়েছে কিনা জিজ্ঞাসা করে?
ক. কলের জল খ. ঘুমড়ির জল গ. ঝরনার জল ঘ. সমুদ্রের জল
উত্তর: খ. ঘুমড়ির জল।
২৩. বৃদ্ধের মতে, পথিক কয় ক্রোশ পথ হেঁটে জল খেতে এসেছে?
ক. ২ ক্রোশ খ. ৪ ক্রোশ গ. ৬ ক্রোশ ঘ. ৫ ক্রোশ
উত্তর: ঘ. ৫ ক্রোশ।
২৪. ‘অবাক জলপান’— রচনাটিতে লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে ছিল কার?
ক. দ্বিতীয় বৃদ্ধের খ. প্রথম বৃদ্ধের গ. পথিকের ঘ. ঝুড়িওয়ালার
উত্তর: খ. প্রথম বৃদ্ধের।
২৫. ‘আমার মামার বাড়ি— আদত জলের জায়গা’ কে বলেছিল?
ক. প্রথম বৃদ্ধ খ. পৃথিক গ. দ্বিতীয় বৃদ্ধ ঘ. ঝুড়িওয়ালা
উত্তর: ক. প্রথম বৃদ্ধ।
২৬. ‘খাসা জল’ শব্দের মানে কী?
ক. বাজে জল খ. নোংরা জল গ. খাঁটি জল ঘ. দূষিত জল
উত্তর: গ. খাঁটি জল।
২৭. ‘তোফা’ শব্দের অর্থ কী?
ক. তেতো খ. টক গ. বিস্বাদ ঘ. উৎকৃষ্ট। উত্তর: ঘ. উৎকৃষ্ট।
২৮. ‘ডিস্টিল ওয়াটার’ শব্দের মানে কী?
ক. পরিশ্রুত জল খ. অপরিষ্কার জল গ. গন্ধময় জল ঘ. নদীর জল
উত্তর: ক. পরিশ্রুত জল।
২৯. ‘বরকন্দাজ’ শব্দের অর্থ কী?
ক. বর খ. বড়ই গ. পাহারাদার ঘ. বরজ। উত্তর: গ. পাহারাদার।
৩০. ‘যা হয় একটু হলেই হলো’—এখানে ‘একটু’ আসলে কী?
ক. আলো খ. বৃষ্টি গ. গুলা রং ঘ. জল। উত্তর: ঘ. জল।
৩১. পৃথিবীর কয় ভাগ জল?
ক. এক ভাগ খ. দুই ভাগ গ. তিন ভাগ ঘ. চার ভাগ
উত্তর: তিন ভাগ।
৩২. পৃথিবীর কয় ভাগ স্থল?
ক. এক ভাগ খ. দুই ভাগ গ. তিন ভাগ ঘ. চার ভাগ
উত্তর: ক. এক ভাগ।
৩৩. কয় ভাগ হাইড্রোজেনের সঙ্গে এক ভাগ অক্সিজেন মেশালে পানি হয়?
ক. ৫ ভাগ খ. ২ ভাগ গ. ৪ ভাগ ঘ. ৩ ভাগ
উত্তর: খ. ২ ভাগ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল