<p>অনেক সময়ই বড়রা বুঝতে পারেন না ছোটদেরও আত্মমর্যাদাবোধ থাকে। মানুষের সামনে অসম্মান করা বা ওর কোনো দক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা—এমন সব বিষয় দীর্ঘ মেয়াদে শিশুর মনন ও মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে। একনজরে দেখে নিন, শিশুদের সঙ্গে কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা যাবে না।</p>