<p>প্রথম আলো ডটকমের আয়োজনে অষ্টমবারের মতো চলছে ‘অনলাইন আবাসন মেলা’। এ উপলক্ষে বিশেষ আয়োজন ‘আবাসন খাত: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’।</p><p>পর্ব: ০১</p><p>বিষয়: নগর আবাসনের বর্তমান অবস্থা এবং কৌশলগত নীতিনির্ধারণ</p><p><strong>অতিথি</strong></p><p>মনদীপ ঘরাই</p><p>সচিব, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ</p> <p>আহমেদ পাশা</p><p>পরিচালক, এডিসন রিয়েল এস্টেট </p> <p>মো. আল মামুন আজাদ</p><p>চেয়ারম্যান, এমিন্যান্স টেকনোলজিস লিমিটেড</p> <p><strong>উপস্থাপক</strong></p><p>খান তাজনীন আহসান</p>