<p>মানবদেহে একসঙ্গে অসংখ্য প্রক্রিয়া চললেও সেগুলো সুশৃঙ্খল রাখতে প্রয়োজন অঙ্গগুলোর সমন্বিত যোগাযোগ। আর এই যোগাযোগের মূল নিয়ন্ত্রক হলো স্নায়ুতন্ত্র। শরীরের ভেতর জটিল বার্তা আদান–প্রদান কীভাবে ঘটে, তা থাকছে আমাদের ভিডিও প্রতিবেদনে।</p>