<p>সেলিনা আক্তারের বেড়ে ওঠা কক্সবাজারের রামুতে। ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করতে পারতেন না। শুনেছেন পাড়া–প্রতিবেশীদের নানা কটু কথা। স্কুলে সহপাঠীরাও মিশতে চাইতো না তাঁর সঙ্গে। সবাই বলতো, সেলিনাকে দিয়ে নাকি কিছুই হবে না। কিন্তু অদম্য প্রচেষ্টায় সেলিনা তাঁর স্বপ্ন পূরণ করে দেখিয়েছেন...।</p> <p>সেলিনার জীবন–গল্প জানতে দেখুন ভিডিওটি…</p> <p>#বিজ্ঞাপন_বার্তা</p>