<p>সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-প্রীতিলতা ত্রিপুরা</p> <p>দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা পাহাড়ি কন্যা প্রীতিলতা ত্রিপুরা বিয়ের পরপরই সংসারের রোজগারের হাল ধরতে জুম চাষ শুরু করেন। তবু নেই সচ্ছলতার দেখা। ঘাত–প্রতিঘাতে বিপন্ন জীবন। একটি উন্নয়ন সংস্থার পরামর্শে ধান, আদা, লেবু, হলুদের পাশাপাশি শুরু করেন গোলমরিচের চাষ। সেই সুমাত্রা দ্বীপ বা দক্ষিণ ভারতের মতো বাংলাদেশেও যে গোলমরিচের মতো মসলার চাষ সম্ভব, তা তখনো অনেকে চিন্তা করতে পারেননি। অন্যান্য কৃষিপণ্য ও গোলমরিচের চারা বিক্রি করে হয়েছেন আর্থিকভাবে লাভবান। তাই তো তাঁকে দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই এখন গোলমরিচ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ফলে বছরে প্রায় ৬ টন গোলমরিচ বাজারে আসছে তাদের কাছ থেকে। এভাবেই একদিন হয়তো গোলমরিচের বিদেশনির্ভরতার আস্তে আস্তে কমে আসবে।</p> <p>প্রীতিলতা ত্রিপুরার এই উদ্যোগ আর অবদানের জন্য সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-এ কৃষিতে সেরা নারী খাতে এ স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত।</p><p>#Agriaward2024 #ProthomAlo #CityGroup #কৃষিপুরস্কার২০২৪</p>