<p>নব্বই দশকের জনপ্রিয় বেতারমাধ্যমে বিজ্ঞাপন তরঙ্গের ধারাবাহিক অনুষ্ঠান ও বেতার নাটকে আফরোজা নিজামীর কণ্ঠ ভেসে আসত। তাঁর সেই কণ্ঠের জাদুতে কেটেছে একটা প্রজন্মের রেডিও শোনা জীবন। বেতারের মাইক্রোফোনের আড়াল থেকে বলা তাঁর কথাই এখন অনেকের শৈশবের স্মৃতি। কেমন আছেন সেই আফরোজা নিজামী? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—</p>