<p>সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের সম্পদ অনুসন্ধানে দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় গত ১৮ এপ্রিল। অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের বিপুল সম্পদ। কিন্তু অনুসন্ধান চলার মধ্যেই গত ৪ মে সপরিবার দেশ ছেড়েছেন বেনজীর। সম্পদের অনুসন্ধান শুরু হলেই বেনজিররা বিদেশে চলে যায় কীভাবে?- এই নিয়ে আলোচনা আজকের বার্তাকক্ষ থেকে।</p>