<p>তরুণ পর্বতারোহী আহসানুজ্জামান তৌকির। সম্প্রতি তিনি হিমালয়ের নেপাল অংশে ২৭ দিনে তিনটি ছয় হাজার মিটার পর্বত অভিযান করেন। সেখানে তিনি আরোহণ করেন আইল্যান্ড পিক, লবুচে ইস্ট পিক ও মেরা সেন্ট্রাল পিক। অভিযান শেষ করতে নানা চড়াই–উতরাই পার করতে হয়েছে তাঁকে। দেখুন সেই তিন অভিযানের গল্প</p>