<p>প্রিয় নেত্রীকে শেষবিদায় জানাতে তাঁর জানাজায় নেমেছিল অগণিত মানুষের ঢল। সংসদের দক্ষিণ প্লাজা, সামনে পেছনের মাঠ আর মানিক মিয়ার প্রশস্ত রাস্তা ছাপিয়ে পাশাপাশি দাঁড়ানো মানুষের কাতার পৌঁছে যায় সোবাহানবাগ থেকে শ্যামলী, বাংলামোটর থেকে শেওড়াপাড়া এলাকায়। বিস্তারিত ভিডিওতে...</p>