<p>সাগরিকা এক আশ্চর্য কিশোরীর নাম। ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত গ্রাম রাঙ্গাটুঙ্গীর মেয়ে সাগরিকা (১৭+)। অভাব আর সামাজিক বাধার শেকল ভেঙে আজ সে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য। অনূর্ধ্ব–২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে বাংলাদেশ নেপালকে হারায় ৪ গোলে, ৪টি গোলই করে সাগরিকা। সাগরিকা প্রমাণ করেছে কিশোর আলোর স্লোগানটি : </p><p>যত দূর যেতে চাও </p><p>তত দূর তোমার।</p>