<p>কুমিল্লা শহর ও আশপাশের এলাকার রাজনীতি ও অপরাধজগত —দুটোই নিয়ন্ত্রণ করতেন কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। অস্ত্রধারী সন্ত্রাসী, খুনের মামলার আসামি ও তালিকাভুক্ত মাদক কারবারি—এই তিন শ্রেণির মানুষকে সব সময় তার পাশে থাকতো। শুধু বিরোধী রাজনীতিকরা নন, আওয়ামী লীগেরও অনেকে বলছেন, কুমিল্লা শহরে কোনটি ‘ন্যায়’ আর কোনটি ‘অন্যায়, সেটিও তিনি ঠিক করতেন। দেখুন বিস্তারিত …</p>