<p>২৬ দিন ধরে এক সেলেই ছিলেন চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। । সেই কনডেমড সেলে বসেই কারাগারের ছাদ ছিদ্র করে পালানোর পরিকল্পনা। এরপর পরিকল্পনা অনুযায়ী পালাতেও সক্ষম হন তারা। বার্তাকক্ষ থেকে আজকের আলোচনা- - কনডেমড সেল থেকে কয়েদিরা পালান কীভাবে? </p><p><strong>আলোচক: </strong></p><p>তুহিন সাইফুল্লাহ</p><p>এডিটর, ন্যাশনাল অ্যাফেয়ার্স, প্রথম আলো </p><p><strong>সঞ্চালক: </strong></p><p>নিকিতা নন্দিনী</p>