<p>জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা কতটা জোরালো এবং অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে শঙ্কার মাত্রা কতটুকু—এসব বিষয় নিয়ে আলোচনা দেখুন ভিডিওতে… </p><p><strong>এস এস আল আরেফিন</strong></p><p>প্রথম আলো </p><p><strong>মাহমুদুল হাসান</strong></p><p>প্রথম আলো</p>