<p>মাইলস্টোন স্কুলে বিমান যখন আছড়ে পড়ে তখন দোতলার একটি কক্ষে সাত-আটজন ছাত্রসহ আটকে পড়েন শিক্ষক মোহাম্মদ সায়েদুল আমীন। পরে তিনি বারান্দার একটি ফটক ভেঙে ছাত্রদের বের করে আনেন। বিমান বিধ্বস্তের শেষ ৩ মিনিট কেমন ছিল, শুনুন সেই শিক্ষকের বর্ণনায়। বিস্তারিত প্রতিবেদনে-</p>