<p>৪ আগস্ট সায়েন্স ল্যাবরেটরী এলাকায় আন্দোলনের সময় মেরুদণ্ডে গুলি লাগে তাহসিনের। ঢাকা মেডিকেলে অপারেশনের পর বুলেট বের করা হলেও দুই পা নাড়াতে পারছে না সে, পুরোপুরি অবশ হয়ে গেছে পেটের নীচে থেকে শরীরের বাকি অংশ। কিন্তু আবারও হাঁটতে চায় তাহসিন। তার গল্প জানুন ভিডিওতে</p>