<p>বাড়ির উঠানে বেশ কয়েকটি খাঁচা। ঘরের বারান্দায় ঝুঁড়ি। সেগুলোতে ঘুমিয়ে আছে কুকুর-বিড়াল। আবার কয়েকটি কুকুর, বিড়াল, মুরগি খেলা করছে বাড়ির উঠানে। প্রায় আড়াই বছর ধরে ‘হিরামন অ্যানিমেল শেল্টার অ্যান্ড ফস্টার হোম’ নামের একটি প্রতিষ্ঠান করে চিকিৎসা ও আশ্রয়কেন্দ্র গড়েছেন মামিয়াত</p>