<p>শীত এলেই অনেকেরই প্রশ্ন, প্রতিদিন কি গোসল করা দরকার? নাকি দুই দিন পরপর বা সপ্তাহে দুই থেকে তিন দিন হলেই চলে? কেউ বলেন প্রতিদিন গোসল করলে ঠান্ডা লাগে, আবার কেউ বলেন না করলে জীবাণুর সংক্রমণ বাড়ে। তাহলে বিজ্ঞান কী বলে? শীতে কত দিন পরপর গোসল করা স্বাস্থ্যকর; বিস্তারিত জানুন প্রতিবেদনে।</p>