<p>মাত্র ১৪ বছর বয়সে দিনাজপুরের একটি জুট মিলে সহযোগী হিসেবে কাজ শুরু করেছিলেন মনজুরুল। হাতে তুলে নিয়েছিলেন লোহার হাতল। এখন তাঁর চেষ্টায় দুই হাতে পাটের পণ্য বানান প্রায় দুই হাজার মানুষ। তাঁদের যেভাবে স্বপ্ন দেখতে শেখালেন মনজুরুল, বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে।</p>