<p>বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট, সম্পদ আর সৌন্দর্যে ভরপুর টাঙ্গুয়ার হাওর বর্তমানে বেহাল। ইজারা প্রথা বাতিলের পর হাওরের উন্নয়নে বহু চেষ্টা করা হলেও তেমন কোনো ইতিবাচক ফল আসেনি। বরং হাওরপারের মানুষের জীবন-জীবিকা, পরিবেশ ও জীববৈচিত্র্য এখন গভীর সংকটের মুখে। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে</p>