<p>২০১৪ সালে টিউলিপ সিদ্দিক যখন লন্ডনের ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর ছিলেন, তখন তার ‘স্থায়ী ঠিকানা’ হিসেবে গুলশানের ‘সিদ্দিকস’ নামের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি উল্লেখ করা হয়েছিল। সম্প্রতি দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। </p>