<p>৪২ হাজার ফুট উঁচু থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ঝাঁপ দেন স্কাইডাইভার আশিক চৌধুরী। এ ঘটনা জায়গা করে নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। গিনেসের ‘গ্রেটেস্ট ডিসট্যান্স ফ্রিফল উইথ আ ব্যানার/ফ্ল্যাগ’ শাখায় রেকর্ডটি ছিল ভারতের স্কাইডাইভার জিতিন বিজয়ানার। সেই রেকর্ড ভাঙলেন আশিক। বিস্তারিত দেখুন ভিডিওতে</p>