<p>আকমাল মাহমুদ তাঁর আবাসিক হলের নিজ কক্ষ থেকেই বিক্রি করেছিলেন ৪ কেজি মধু। সেই থেকে শুরু। এখন প্রতিবছর ১০০ থেকে ১২০ টন মধু কেনাবেচা করছেন। নিজে মধু উৎপাদনও করেন। তাঁর এই সফলতার গল্প তুলে এনেছেন রাজশাহীর আবুল কালাম আজাদ। বিস্তারিত দেখুন ভিডিওতে…</p>