<p>বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জলাভূমিতে পরিণত হয় চলনবিল। তবে শুকনো মৌসুমে বিলটি শস্য ভাণ্ডার হিসেবে কাজ করে। ফেব্রুয়ারিতে পানি শুকিয়ে গেলে বিলটিতে বিভিন্ন জাতের ধানের চাষ হয়। এপ্রিল থেকে শুরু হয় ধান কাটা</p>