<p>গৃহবধূ থেকে রাজপথের কান্ডারি হয়ে ওঠা খালেদা জিয়া ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন প্রতীক। এক–এগারোর দমন-পীড়ন কিংবা প্রায় তিন বছরের কারাবাস ও নির্যাতন—কোনো কিছুই তাঁকে আদর্শ ও লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। দেশপ্রেম ও নীতির প্রশ্নে অটল এই কিংবদন্তির বিদায় বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...</p>