<p>রাশিয়া–ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর পক্ষে যুদ্ধে অংশ নিতে হয়েছিল ২৯ বছর বয়সী বাংলাদেশি তরুণ মোহান মিয়াজিকে। যুদ্ধজীবনে হারিয়েছেন তাঁর বন্ধু নোয়াখালীর আশিককে। মৃত্যু ছায়ার মতো পিছু নিয়েছিল তাঁর। পাড়ি দিতে হয়েছে আট মাসের বিপৎসংকুল পথ। চারবার বোমা হামলার শিকার হলেও কীভাবে বেঁচে, ফিরলেন, তা জানিয়েছেন মিয়াজি নিজেই</p>