<p>সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যার কথা স্বীকার করা রাজীব কুমার ভৌমিক প্রমীলা রানীর একমাত্র সন্তান। হত্যার শিকার বিকাশ সরকার প্রমীলার আপন ছোট ভাই। ছেলের হাতে নিজ ভাই, তাঁর স্ত্রী ও সন্তানের এমন মৃত্যু মানতেই পারছেন না প্রমীলা। তাঁর কথাতেই উঠে এসেছে কেমন ছিল রাজীব ও বিকাশের সম্পর্ক</p>