<p>থামবে না বাংলাদেশ, দমবে না বাংলাদেশ, মানবে না বাংলাদেশ, কথা বলবেই বাংলাদেশ, হারবে না বাংলাদেশ—এই প্রত্যয় দৃঢ়কণ্ঠে প্রচার করেছিল প্রথম আলো ২০২৩ সালের ৪ নভেম্বর প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। অপরাজেয় তারুণ্যের ওপর রাখা সেই বিশ্বাস আজ সত্য বলে প্রমাণিত হয়েছে।</p><p><strong>কথা ও সুর:</strong> তোফায়েল আহমেদ</p><p><strong>সংগীতায়োজন:</strong> ইমন চৌধুরী</p><p><strong>কণ্ঠশিল্পী:</strong> সানিয়া সুলতানা লিজা, অবন্তী সিঁথি, আতিয়া আনিসা, মাহতিম শাকিব, তানজিব সারোয়ার, অয়ন চাকলাদার</p>