<p>ঝালকাঠির ভীমরুলির ভাসমান হাটে নৌকার ওপরেই হয় পেয়ারা, আমড়া, লেবু ও নানা ফলের বেচাকেনা। বর্ষাকালে দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ী ও পর্যটকেরা আসেন এই খালপাড়ের হাট দেখতে। প্রায় ২০০ বছরের ঐতিহ্য বহন করছে স্বরূপকাঠির এই পেয়ারার হাট। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে</p>