<p>স্বামী কুদ্দুস মিয়াকে দগ্ধ অবস্থায় দেখে জ্ঞান হারান স্ত্রী নাজমা বেগম। গত ১৩ মার্চ গাজীপুরের তেলিরচলা এলাকার এক বাড়িতে থাকা সিলিন্ডারের গ্যাসের ছিদ্র থেকে আগুন ধরে যায়। কীভাবে বিস্ফোরণ হয় সেখানে, জানান নাজমা</p>