<p>ডাকসু নির্বাচনে জিএস পদে আলোচিত প্রার্থী মো. আশিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছেন। তাঁর পোস্টে লিখেছেন, ‘ডাকসুতে দাঁড়াইছে সবাই, কিন্তু বসে আছে একজনই’ এবং ‘ডাকসুতে আগুন লাগাতে চলে আসলাম বন্ধুরা’—তরুণদের মধ্যে আলোচনায়। জেনজিদের মতো সরাসরি ও পয়েন্ট টু পয়েন্ট ভাষায় প্রচারণা চালানোয় অনেকে এটিকে বলছেন ‘Gen-Z স্টাইল’। কেন তিনি প্রার্থী হয়েছেন, প্রচারণা ঘিরে বিতর্ক ও ইশতেহারের মূল দাবি নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। বিস্তারিত দেখুন ভিডিওতে…</p>