<p>পাঁচ দশকের বেশি সময় ধরে বেতারে রাজত্ব করছেন তিনি। বাংলাদেশ বেতার থেকে প্রচারিত গানের ডালি, ট্রাফিক কার্যক্রমসহ নানা কার্যক্রমে তাঁর কণ্ঠ মুগ্ধ করেছে শ্রোতাদের। তিনি বেতারের কণ্ঠ তারকা জুবায়ের আল মাহমুদ। তাঁর সঙ্গে এ জগৎকে বেছে নেন তাঁর স্ত্রী মিতা মাহমুদ ও মেয়ে সুখ। এভাবে কয়েক দশক ধরে বুনেছেন গল্পের ভিন্ন রকম এক মায়াঘর। অসুস্থ মিতা মাহমুদ ২০২২-এ প্রিয় বেতার অঙ্গন, তাঁর পরিবার ও অসংখ্য শ্রোতাকে ছেড়ে চলে গেছেন।তাঁকে ছাড়া কেমন আছেন বাবা–মেয়ে? বিস্তারতি ভিডিও প্রতিবেদনে-</p>