<p>লিগ্যাসি তৈরির পথে হাঁটছেন—এমন ব্যক্তিদের গল্প শোনার বিশেষ আয়োজন 'লিগ্যাসি উইথ এমআরএইচ : সিজন–২'। </p><p>প্রাইম ব্যাংক ও প্রথম আলো ডটকমের যৌথ উদ্যোগে পডকাস্ট শোটির এ পর্বের অতিথি সিক্স ইয়ার্ডস স্টোরির প্রতিষ্ঠাতা, ডিজাইনার ও উদ্যোক্তা লোরা খান। একজন স্থপতি হয়েও শাড়িকে শুধু পোশাক নয়, বরং একটি গল্পের ক্যানভাসে রূপান্তরের অসাধারণ গল্প শুনিয়েছেন তিনি।</p><p>বিস্তারিত ভিডিওতে...</p>