<p>উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে ইচ্ছুক অনেকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে কানাডা। তবে দেশটিতে যেতে চাইলে সঠিক রোডম্যাপ ও কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে দিকনির্দেশনা দিতেই প্রথম আলো ডটকমের বিশেষ আয়োজন ‘স্টাডি ইন কানাডা: শর্টকাট নয়, সঠিক রোডম্যাপ’।</p><p>অতিথি</p><p>নাজমুল হাসান রাজু</p><p>প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা</p><p>সিএইচএস এডুকেশন লিমিটেড</p><p>উপস্থাপক</p><p>মৌসুমী মৌ</p>