<p>২০০৯ সালে গানে অভিষেক ঘটে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জসীমপুত্র এ কে রাহুলের। তবে বাবার পরিচয়ের বাইরেও সংগীতজগতে নিজের পরিচয় করে নিয়েছেন সাবেক পরাহো ও ট্রেইনরেক ব্যান্ডের এই সংগীতশিল্পী, এখন স্টেজে উঠছেনও নিজের নামে</p>