<p>অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আজ মাঠের নয়, আলোচনায় বিনোদন দুনিয়ার। করোনাকালে টিকটকে নাচে–গানে মাতানো এই ব্যাটসম্যান এখন অভিনয়েও অভিষেক করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমায়। তেলেগু ছবি ‘রবিনহুড’–এ দেখা গেছে তাঁকে। জন্মদিনে এই তারকার জীবনের রঙিন দিক নিয়েই আজকের আয়োজন।বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—</p>