<p>পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এখানে আগত সবার ঈদের আমেজকে একটু বাড়িয়ে দিতে প্রথম আলো ডটকমের সহযোগিতায় বিশেষ আয়োজন বাংলালিংক প্রেজেন্টস ‘ভাই জিতছেন’।</p><p>ঢাকার ব্যস্ততম মোহাম্মদপুরের ‘বসিলা’ পশুর হাট ঘুরে সেখানকার পরিস্থিতি হাস্য–রসাত্মকভাবে উপস্থাপন করেছেন আফনান আহমেদ রাশেদ। পাশাপাশি ক্রেতা–বিক্রেতার সঙ্গে খেলেছেন মজার গেইম। </p><p>বিস্তারিত দেখুন ভিডিওতে...</p>