<p>২০ বছর ধরে গাছের চারা লাগিয়ে চলেছেন রংপুরের পীরগঞ্জের বাদশা মিয়া। রাস্তার পাশে, হাটবাজার ও গ্রামের মোড়ে, ঈদগা, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে তিনি গাছ লাগান। এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন তিনি। গাছের বন্ধু বাদশার সম্পর্কে দেখুন ভিডিও প্রতিবেদনে… </p>