<p>নওগাঁ জেলার গণেশপুর গ্রামে জন্ম তাঁর। দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎমার কাছে অবহেলার শিকার হন। একসময় বাধ্য হয়ে আত্মহননের চেষ্টাও করেছিলেন। পরে নানা প্রতিকূলতা পেরিয়ে স্বামীর সঙ্গে ঢাকায় আসেন। নিজের অদম্য মনোবল ও ব্র্যাকের সহযোগিতায় আজ তিনি গ্রামের সবার অনুপ্রেরণা।</p><p>শ্রীমতি বণিতা খালকোর সংগ্রাম ও সফলতার গল্প জানতে দেখুন ভিডিওটি…</p><p>#বিজ্ঞাপন_বার্তা</p>