<p>সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-মো. শহীদুল ইসলাম (মেডিকা টি–শপ, রোজেলা চা)</p><p> নাটোরের লালপুর থেকে প্রায় ৩০ কিলোমিটার কাঁঠালবাড়িয়া গ্রাম। পরিচয় যার ‘ঔষধি গ্রাম’ হিসেবে। সেই গ্রামের একজন স্বশিক্ষিত কৃষক থেকে কৃষি উদ্যোক্তা হয়ে ওঠা মো. শহীদুল ইসলাম বাংলাদেশে হঠাৎ জনপ্রিয়তা পাওয়া ভেষজ গুণসম্পন্ন ‘রোজেলা চা’–এর নেপথ্য কারিগর। রোজেলাকে আমরা ‘চুকাই’, ‘চুকুর’ নামে ডেকে থাকি। বাড়ির পাশে ছোট্ট একটু জমিতে পরীক্ষামূলক চাষ দিয়ে শুরু করে বর্তমানে কয়েক বিঘা জমিতে রোজেলার চাষ করছেন তিনি। প্রায় আড়াই শ প্রজাতির ভেষজ উদ্ভিদের পাশাপাশি তিনি রোজেলা চা এবং আচার পৌঁছে দিচ্ছেন সারা দেশে। অনলাইনে শহীদুলের পেজে গ্রাহকেরা রীতিমতো ভিড় করেন। প্রি–অর্ডার দিয়ে ৬০০ গ্রাহক রোজেলা চা সংগ্রহ করে থাকেন। থাইল্যান্ড থেকে শুরু করে চীন, ভিয়েতনামসহ পূর্ব এশিয়ায় ওই চায়ের বিপুল জনপ্রিয়তা রয়েছে।</p><p> সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-এ সেরা কৃষি ব্র্যান্ড খাতে মেডিকা টি–শপ, রোজেলা চা কে স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত।</p><p>#Agriaward2024 #ProthomAlo #CityGroup #কৃষিপুরস্কার২০২৪</p>