<p>এসিআই ফ্রিডম নিবেদিত 'সুস্থ থাকি, স্বাধীন থাকি' শীর্ষক বিশেষ আয়োজনে প্রসূতি ও স্ত্রীরোগ–বিশেষজ্ঞ ডা. শারমিন সিদ্দিকা রুমকী জানিয়েছেন, স্যানিটারি ন্যাপকিন কেনার আগে কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে, ন্যাপকিন ব্যবহারে সতর্কতা ও সংরক্ষণসহ নানা বিষয়ে।</p> <p>দর্শক, পর্বটি মনোযোগ দিয়ে দেখুন। শেষে রয়েছে একটি কুইজ। ভিডিওটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে কমেন্ট বক্সে উত্তর লিখুন। সঠিক উত্তরদাতার মধ্যে থেকে ভাগ্যবান দশজন বিজয়ী পাবেন এসিআই ফ্রিডমের পক্ষ থেকে বিশেষ পুরস্কার।</p>