<p>গত কয়েক দিনে ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাত কিছুটা কমলেও দুই দেশের পাল্টাপাল্টি হুমকি যেন আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, রণতরিসহ মার্কিন যুদ্ধজাহাজের একটি বহর ইরানের দিকে পাঠাচ্ছেন। বিপরীতে ইরানও হুমকি দিয়েছে, তাদের বাহিনীর আঙুল ‘ট্রিগারে’ আছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে : </p>