<p>সুইজারল্যান্ডে ল্যাবে কোকো কোষ থেকে তৈরি করা হচ্ছে কোকো পাউডার, যা দিয়ে বানানো হচ্ছে চকলেট। সাধারণত কোকোগাছের ফল থেকেই চকলেট তৈরি হয়, কিন্তু পরিবেশগত ও মানবসৃষ্ট কারণে উৎপাদন কমছে। ল্যাবে তৈরি চকলেট স্বাদে মূল চকলেটের সমান। তবে প্রশ্ন হচ্ছে, বছরে গড়ে ৯ কেজি চকলেট খাওয়া সুইজারল্যান্ডের মানুষেরা কি এটি গ্রহণ করবে? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...</p>