<p>টানা বিক্ষোভের পর ইরানের রাজপথ এখন শান্ত। তবে এই নিস্তব্ধতা শান্তির নয়, বরং অজানা আরেক ভয়ের। একদিকে নিজের জনগণের ওপর রাষ্ট্রের চরম দমন-পীড়ন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের হুমকি, ইরানের ইসলামি প্রজাতন্ত্র তার ৪৭ বছরের ইতিহাসে এখন সবচেয়ে বড় অস্তিত্বসংকটে। বিক্ষোভ কি সত্যিই দমে গেছে, নাকি এটি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে।</p>